
কন্যা ও তার মা নানুর বাড়ি ও দাদুর বাড়ি যাবে। লগডাউনে যখন আমার মেয়ে মালিহা জাফরিন ও তার মাকে মাইক্রোতে উঠিয়ে বিদায় দিয়েছিলাম তখন মেয়ের কি অভিমান, আমি যাচ্ছিনা বলে সে অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছে, এত ডাকছি কথাও বলছেনা। যেই মাইক্রোর দরজা বন্ধ করে দিলো এমনি সে জানালার কাছে এসে আমাকে ধরার জন্য, ছোঁয়ার জন্য সর্বপরি তার সাথে নেয়ার জন্য সেকি গুমরে গুমরে কান্না। জানালার কাচ সরিয়ে দেওয়ার সে কি ব্যর্থ চেষ্টা। আজ আবার সেই স্মৃতি মনে পড়ল।
আজ সকালে মা ও মেয়েকে বাসে তুলে বিদায় দিলাম। রাতেই তাকে বুঝিয়ে বলেছি আব্বু যাবনা, অফিস করতে হবে। তুমি কিন্তু বাসে কান্না করবানা। সাকালেও একই কথা বার বার বললাম। তো বিদায় বেলায় সে হাসিমুখে আমাকে টাটা ও আল্লাহ হাফেজ জানালো। আমারও মন বেদনায় ভারাক্রান্ত হলনা।
আসলেই সব সন্তানই মা-বাবার অনেক আদরের, অনেক আশা আকাঙ্খার। পরিণত বয়সে সব সন্তান যেন বাবা মার পাশে থাকে।
ছবি- মালিহা জাফরিন (নিজের তোলা।)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



