
শায়মা আপু পরের জন্মে পুরুষ হয়ে সায়েম নাম ধারণ করতে পারেন। বার বার কেন নারী হয়ে জন্মাতে চান ?
এই নারী জনমের সুখ আর আয়েশী জীবন পেয়েছেন বলেই কি পরের জন্মে পরুষ হওয়ার সাধ নেই?
এ জনমে নারী হয়ে পুরোপুরি নারীত্বের সম্মান অর্জন করেছেন বলেই কি পরের জন্মে পরুষ হওয়ার সাধ নেই?
নারী জীবনের কোমলাতা, সৌন্দর্য, রূপ ও গুণ এর মোহ ছাড়তে পারবেন না বলেই কি পরের জন্মে পরুষ হওয়ার সাধ নেই?
প্রিয় শায়মা আপু, আপনি এই জন্মে নারী হয়ে সুখ স্বাচ্ছন্দ্যের আছেন তাই আবার পরের জন্মে নারী হতে চান। সেটা আপনি চাইতেই পারেন। কিন্তু এ জনমে যেহেতু নারী ছিলেন পরের জন্মে না হয় পুরুষ হয়ে পুরুষের চোখে পৃথিবী দেখবেন। ক্ষমতা, দাপট, শক্তি, সাহস আর নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ধারণ করবেন তারপর নারীর প্রতি পুরুষের এই যে অবহেলা চিত্র সেটা আঁকবেন প্রাচীন মিশরীয় দাস টাইটার চেয়েও আরও সুন্দর করে । সেই কারুকার্য দেখে যুগ যুগ ধরে মানুষ আপনার নাম নিবে।
এ জনমে তো নারী হয়ে নারীর ব্যাথা বুঝলেন, সুক- দুঃখ, কষ্ট, যাতনা আর আনন্দ সবই বুঝতে পারলেন পরের জন্মে না হয় পুরুষ হয়ে পুরুষের যন্ত্রণা, দুঃখ, কষ্ট আর সুখ-দুঃখ অনুভব করবেন। তারপর গদ্যে-পদ্যে তুলে ধরবেন নারীর চোখে পুরুষকে।
সেই গদ্য-পদ্মের নহরে যেন বিচারের প্রজাপতিটা দিকভ্রান্ত না হয়।
ছবি-সামু থেকে শায়মাপুর প্রোপিক নেওয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



