অফিস থেকে ফিরছি।
হঠাৎ বাগানে চোখ যেতেই দেখি-
অসংখ্য কাঠগোলাপের ফুল পড়ে আছে। শ্বেত শুভ্র ফুলগুলো দেখে কাছে না গিয়ে পারলামনা।
তারপর তাদের সৌন্দর্যে বিমোহিত হয়ে মোবাইলে ক্যামরাবন্দি করলাম।
হাতে নিয়ে ঘ্রাণ শুকে পুরাই মুগ্ধ, যেন ফারফিউমের ঘ্রাণ।
এত ফুল একসাথে পড়ে থাকার কাহিনি হচ্ছে মালি গাছে উঠে ফুল পারছে তাই একসাথে এত ফুল ঝড়েছে পড়েছে।
তাই আক ছবিব্লগ এই ফুলগুলো নিয়ে.............

বাগানের সদ্য নতুন রাস্তায় ওরা পড়ে আছে।

ওরা পরে আছে থরে বিথরে।

পুরানের সাথে নতুনের দেখা।

ঝড়া/পাড়ার কালে।

কস, পাতা, পিপড়া সাথে মাখামাখি।

মাটির স্পর্শ।

একা।

ত্রি-নয়না।

যখন বিছানার চাদরে ঘ্রান ছড়ায়।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



