
আজকের গল্প গরম চা নাকি করমচা ?
মেয়েকে আমি কবিতা শিখাই। সে আমার সাথে সাথে কবিতা বলে, মুখস্ত করে। কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু লাইনে সে নিজের মতো করে শব্দ যোগ করে বলে ফেলে।
যেমন গতকাল-
আয় বৃষ্টি ঝেপে
ধান দেব মেপে
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি দূরে যা।
এই কবিতাটার ০৩ নম্বর সে বারবার বলছে- লেবুর পাতা গরম চা, আমি যতই বলি করমচা সে বলে গরম চা। হা হা হা.... হাসতে হাসতে শেষ। পরে তাকে বুঝিয়ে বললাম যে , আমরা যে চা খাই সেটার কথা বলা হচ্ছে না। কমচা একটা ফল। সে ছবি দেখতে চায় গুগলে সার্চ করে তাকে দেখালাম। সে বলল চেরি ফলের মত দেখা যায়।
আবার কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও কিন্তু সে প্রতিবারই এই লাইনে এস বলবে তুমি পেয়ারা খাও ?
ঐ দেখা যায় তাল গাছ
ওই আমাদের গাঁ
..........................।
এই কবিতার একটা লাইন আছে- পান্তা ভাত চাস কি ? সে এই লাইনে এসে বলবে তুমি পান্তা খাও?
তার এই মজার মজার ভুলগুলো আনন্দই দিচ্ছে। ভুল না করলে শিখবে কোথা থেকে তাইনা।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




