পেলিকান নামের পাখিগুলো মধ্যে মা পাখিটি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে।
অভাবের সময়ে, পেলিকানরা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য তাদের নিজের বুকে ক্ষত করে। রক্তের পুষ্টিগুণ শিশুদের বাঁচিয়ে রাখতে পারে, যতক্ষণ না আরও পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যায়।
কাকড়া বা মাকড়সার কথাও বলা যায়। মায়ের শরীর খেয়ে এদের বাচ্চারা পৃথিবীতে আসে।
মা হলো আল্লাহর দেওয়া পৃথিবীর সেরা উপহার ও শ্রেষ্ঠ নেয়ামত।
মায়ের তুলা পৃথিবীতে বিরল সেটা হোক পশু, পাখি কিংবা প্রানী জগতে বা মানুষের ইতিহাসে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪২