
ফুটবল অনিশ্চয়তার খেলা। ক্রোয়েশিয়াকে অতিরিক্ত খেলার শেষের দিকে ব্রাজিল গোল দিয়ে ডিফেন্সিফ না খেলার কারনে ক্রোয়েশিয়া শেষ মূহুর্তে গোল পরিশোধ করে। ১-১ গোল সমতা সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
ট্রাইবেকার মানেই একদলের স্বপ্ন ভঙ্গ। আর ক্রোয়েশিয়া ট্রাইবেকার স্ট্রং। এর আগে জাপানকে ট্রাইবেকারে হারিয়ে তারা বেশ উজ্জীবিত। ভাগ্য আর ট্রাইবেকার নাটকে পরাশক্তি ব্রাজিলের বিদায় ঘন্টায় বিশ্বের প্রায় অর্ধেক মানুষ হতাশায় নিমজ্জিত হয়। মাঠে নেইমারাদের কান্না হৃদয় ছুঁয়ে যায়।
কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে এক গোলে হারিয়ে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখলো মরক্কো। শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামে দু'দল। প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে পর্তুগাল ও মরক্কো। ম্যাচের ৪২ মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন এন-নেসিরি। তার দেওয়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ চালায় পর্তুগাল। তবে শেষমেশ পর্তুগালকে সেই সুযোগ না দিয়ে গোল ইতিহাস গড়ে শেষ চারে পা রাখে মরক্কো। অপর দিকে কান্নায় শেষ হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ।
আফ্রিাকান ও মুসলিম দেশ হিসেবে ফেমিতে উঠে নতুন ইতিহাস রচনা করে মরক্কো। মরক্কোর হাতে বিশ্বকাপের ট্রফি উঠলে সেটা অঘটন হবেনা। বরং বলা যায় মরক্কো যোগ্যতা দিয়েই উঠে এসেছে যা আরও নতুন স্বপ্নের হাতছানি দিচ্ছে।
গতকাল রাতের অপর খেলায় হাড্ডা হাড্ডি লড়াই হয় ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তবে পরিশ্রমের পরেও ভাগ্য সদয় নেই ইংল্যান্ডর পক্ষে। ফ্রান্স ০১ গোলে এগিয়ে থাকলে পেনাল্টি থেকে সমতা ফেরান ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন। কিন্তু অপর পেলান্ডির সুযোগ নষ্ট করে ইংল্যান্ড ফলে ২-১ গোলে এগিয়ে যায় এমবাপ্পের ফ্রান্স। হতাশায় বিদায় নেয় ইংল্যান্ড।
শেষ চারে কে হাসে সময়ই তা বলে দেবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


