আকাশে তখন শুক্লা দ্বাদশীর চাঁদ
কোথা থেকে উদয় হলো মনে মরনের সাধ
পাওয়া গেলনা তারে
রাতভর খুঁজেছে যারে
সবকিছু পরে আছে, ছিল যা যেমন ঘরে।
প্রেমের কবিতার পাশে চায়ের পেয়ালাও ছিল
ভালোবাসার পত্র ছিল-তবুও সে নিরুদ্দেশ হলো
হয়তো স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল তার
না ফেরার দেশ থেকে কেউ কি ফেরে আর ?
অবহেলার মূল্য বুঝিয়ে দিয়েছে সে এবার
কোন দিন আসবেনা আর
সে যে চলে গেছে পৃথিবীর পথ ছাড়ি, অধমুখে মাথা গুঁজি
এটাই নিয়তি ছিল বুঝি।
কোন দিন জাগবেনা আর
লাঘব হলোনা বেদনার ভার
আজও কি মনে রাখ তারে
অবসাদে পেয়েছে যারে
দেখে সে পৃথিবী ছেয়ে গেছে অদ্ভুত আঁধারে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



