যাদের গ্রামের বাড়ি নেই তারা অভাগা। যাদের গ্রামের বাড়ি আছে কিন্তু আম, কাঁঠাল, জাম গাছ নেই তারা পোড়া কপালে। জ্যৈষ্ঠ মাস মানেই মধু মাস। আম, কাঁঠাল, জাম, লিচু, তালের শাস, আনারসসহ হরেক রকম ফল পাকে এ মাসে তাই মধু মাস বলা হয়। গরমে এ ফল গুলো খেতে খুবই আরাম।
এই সিজনে একাধারে কয়েকদিন আম, কাঠাল দিয়ে নাস্তা না করলে মনে হয় কি যে মিস করলাম। গ্রামে গিয়ে নিজ হাতে আম, কাঠাল আর পেপে পাড়লাম। দারুন অনুভূতি। আমার আর ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেও গাছের আম উপহার হিসেবে এসেছে।
এবার আমে পোকা তেমন নেই। কিন্তু কাঠাল ধরেছে কম। জামগুলো শ্বশুরবাড়ির গাছের।
সবাই আম কাঠাল উপভোগ করুন। বেশি বেশি গাছ লাগান, ফল খান বলবান হন আর পরিবেশও রক্ষা হোক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৪৩