বাবা মানে জীবন জুড়ে একটি অভিধান
বাবার কাছে সব সমস্যা আছে সমাধান
গ্রীষ্ম শীত বর্ষা বছর জুড়েই বাবার গায়ে ঘাম
এই জনমে শোধ হবে না ঋণ কেটে দিলেও চাম।
বাবার শাসন সোহাগ ছাড়া সন্তান হয় না মানুষ
বাবা না থাকলে বুঝা যায় অভাব, বুঝে আসে হুশ
জন্মদাতা তোমার প্রতি হাজার সালাম চরণে
তোমাকে ভালোবাসি এ কথা হয় না বলা মরণে।
সন্তান যখন বুঝে না পৃথিবীতে বাবার বুকের ব্যথা
এর চেয়ে এই ধরণীতে কি আর আছে দুঃখের কথা
অনেক কথা অনেক স্মৃতি ভীরে ভালো থেকো বাবা
তোমার মত দেবে সাহস এই জীবনে আর কেবা ?
বাবা মানে আত্মার সাথে আত্মার গভীর টান
বাবা মানে সময় জুড়ে সমাপ্ত অনেক অভিমান
বাবা মানে মাথার উপর বটবৃক্ষের এক ছায়া
বাবা মানে বুকের মধ্যখানে না বলা অনেক মায়া।
ছবি-যুগান্তরের সৌজন্যে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৪