আমার এই অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে................. এটা একটা গানের প্রথম লাইন। আসলে গানের কথার মতই জীবনের সব কিছু হয়না। আজকে দিব ছবি ব্লগ।
তাহলে কথা হলো গান কেন এল ? এই গানটা শোনার পর লিরিক্সটা ভালোলাগলো এবং মুখস্ত হয়ে গেল।
ওরে এত ভালোবাসা আমার বুকে নাহি ধরে................. আসলেই কারো করো জন্য ভালোবাসা এতই বেশি যে বুকে ধারন করা যায়না।
আমার এই অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে
আমি বিধির কাছে চাইবো তোমায় মরনেরও পরে..............।
মোরা অনন্তকাল থাকবো দুজনএকই মাটির ঘরে.......... আসলেই কি সম্ভব ? গান তো গানই । কনকচাপা ও খালিদ হাসান মিলুর কন্ঠে দারুন একটি গান।
যাক এবার ছবির কথায় আসি -
তালের শাস।
রুটি বানানোর সময় মেয়ে তার ছোট পিরি বেলুন নিয়ে সববেই রুটি বানাতে। তো সেদিন আটার কাই আর স্টার দিয়ে আলগা নখ বানিয়ে ফেলল। মেয়ের এই অভিনব কান্ড দেখে আমি মুগ্ধ।
যখন কৃত্রিম ঝর্ণা প্রশান্তি আনে।
কটনবার দিয়ে যখন মেয়ে রেল লাইন তৈরী করেছে।
এক টুকরো সবুজের সমারহ।
মায়ের পুরোনো নতুন চুড়ি যখন সে দখলে নেয়।
বাগান বিলাশ গাছটা কেটে ফেলা হয়েছে, না কাটলেও হতো।
রাতের জাম্বুরি পার্ক।
তালের পিঠা খাওয়ার প্রস্তুতি।