
ব্লগে একটি যেমন খুশি তেমন কাঁদো প্রতিযোগিতার আয়োজন করলে কেমন হয়। ব্লগাররা তাদের কান্নার ছবি প্রকাশ করবে যারা ১ম,২য়,৩য় হবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। তো আপনাদের কি মন হয়, কে প্রথম হবে। আমরতো মনে হয় সোনাগাজী প্রথম হবেন যদিও তিনি অংশ গ্রহণ করবেনা বলেই মনে হচ্ছে। তিনি যতবার ব্যান হয়েছে, নিক হারিয়েছে সেই শোকে কাঁদলেও ১ম হওয়ার কথা।
২য় স্থান মনে হচ্ছে কোন নারী ব্লগার হবেন কারণ নারীরা কান্নায় দারুন এক্সাপার্ট। আর ৩য় স্থান অধিকার করবেন কোন নবীন ব্লগার কারণ তিনি মনে করবেন আসলেই পুরস্কার পাবেন বলে সত্যি কারের কান্না করে ছবি পাঠাবেন।
এরকম কিছু হবেনা, হলেও মন্দ হয়না। দেশের যা অবস্থা। দেশ যেভাবে এগোচ্ছে এধরণের আয়োজন কোথাও হলে অবাক হবার কিছু নেই। আরও সত্যি কথা দেশে এ ধরনের আয়োজনের একটি ভিডিও দেখে হাসবো না কাদবো কিছু বুঝতে পারছিনা। আপনারা না হয় একটু হাসুন প্লিজ।
ফানি পোস্ট হিসেবে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ছবি-wesohokormi.com এর সৌজন্যে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



