আলো আধারের খেলায় কবে যে হারতে বসেছি - সেটাও ভুলে গেছি / কবে থেকে ঠিক করেছি তোমাকে লিখব,আজ অনেকটা জোর করেই সময় বের করে নিলাম/ চিঠি লেখা হচ্ছে বেশ কাছ থেকেই বলা যায়/ মনের দূরত্ত্ব কি পথের দূরত্ব থেকে বেশি তুমিই বলো!
আজ তোমাকে ভীষন মনে পরছে ...এখন অনকে রাত আকাশে তুল কালাম মেঘে ঘরে বৃষ্টির ছাট এলেও - জানালাগুলো বন্দ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলমি তোমার মুখ.........জানি না আবার কবে দেখব তোমায় । আজ এই পর্যন্ত..... ভালো থেকো..........
তোমারই কাছের একজন.............
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




