প্রচলিত ভালবাসা শব্দটা প্রবঞ্চিত করে আমাকে
অসুন্দরের অসহ্য বোঝা আমার আপাদমস্তক ।
"ভালবাসা" কাঠঠোকরা পাখির মত ঠুকঠক করে
পোছে যেতে চায় সেই খানে
যেখানে লুক্কায়িত আছে কারো ভালবাসা।
আত্মা জানে, সেখানে অসুন্দরের গ্লানি
নারীর জন্য অপেক্ষমাণ অবহেলা
আর ভালবাসার, প্রবঞ্চনাই সঞ্চিত ।
অসমাপ্ত ভালরাগা, ভাসমান সুখ
অস্হায়ী আনন্দ, বঞ্চিতের করুণা
আমার পরমাত্মার নিকটাত্মীয়
স্বচ্ছ ভালবাসা,জীবন প্রিয়তা আত্মপ্রশান্তি বঞ্চিত
জীবন ফেরারী আমি
অভিশপ্ত অসুন্দর আমার হৃদয়াভরণকে করেছে আচ্ছাদিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




