আমার স্বপ্ন ছিল অলিখিত বাস্তবের পাজঁরে,
আমি ঘর বেধেছিলাম একটা বিষন্ন সনধ্যায়,
অগ্নি তরঙ্গ এসে বার বার পুড়িয়েছে;আমার চৌকাঠ, দালান-ঘর আঙ্গিনা ।
নিবৃষ্ট আমি তনময় হয়ে ঘরের ভিতর ঘর তুলেছি-
সংসার আমার বাজারে গিয়ে মান খুইয়েছে....
এখন,
যে পুরুষের শরীরে শুধুই কাঁচা মাংসের ঘ্রান,
যার গালে,কপালে হাত রাখলে বুকে বরফ জমে-
যার চোখ দুটি দিনের বেলায় সূর্য-ডোবা নি®প্রভ
তার-ই মত অস্তিত্ব হারিয়ে ফেলা;
এক শীতল কফিনে আমার বাস ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




