তোমার জন্যে লিখা আ্মার এ কবিতাখানা
জানি তুমি ভুলেও পড়বেনা,
কিংবা ভুলেও ছুয়ে দেখবেনা আমার ডায়রির পাতাটা ।
তবুও আমি আছি
আমি থাকব অমৃতলোকে
তোমার তপ্তরুধিরে;
যেখানে আমার ভালবাসা শুধু তোমাকেই খুজেঁ ফিরবে
সত্যকে ভালবাসার সাধ আমারই আছে,
তবুও যেন সত্য নিমর্ম হলেও সত্য ।
আমি যে আজও ভালবাসি তোমায়
সেটাও যে সত্য-
তাই বলি মিথ্যার করিডোরে ভালবাসা লুকিয়ে থাকে তা ঠিক
কিন্তুু সময়ের বহমানতায় সে যে
হারিয়ে যায় অন্ধকারের অতলতায়
এ বোধগম্যটুকু নিশ্চয়ই তোমার হবে !
তাই বলছি,কিংবদন্তী হয়ে বেচেঁ থাকলে
সে বেচেঁ থাকা হবে বীরের
কিংবা রণক্ষেএে সাহসী যুবকের ।
তুমিতো তা নও;
তুমি আমার ভালবাসার একটি মাএ রক্তকরবী বৃক্ষ
কিংবা মধুছন্দা বাগানে রজনীগন্ধার সাদা পাপড়ি
হয়তো বা খোলা আকাশে ঝড়ের মধ্যে
সহসা বলে ওঠা একটি পায়রার
ব্যথিত কন্ঠস্বর-
তবু,তবু শত অভিমান, শত ক্ষোভ,শত জ্বালা
ভুলে গিয়ে পড়ে দেখ, আমার কবিতাখানা ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




