ভূল কর,ভূল করে ভালবেসেছি তোমায়..।
ভূল কর,ভূল করে ভালবাসার নরম মাটিতে করছি আবাদ,বাড়তে দিয়েছি তোমার শেকড়,ডালপালা
যখন জল ছিলনা শরীরে আমার,নদী থেকে তুলে এনেছি শান্ত শীতল জল ।
ঢেলেছি তোমার শিরায়, যদিও জানি ......
বৃক্ষ, তুমি একদিন শোভিত করবেই অপর হৃদয়
তোমার ফুলে আমারই অচেতন ইচ্ছে।ফুটেছে যা একদিন......
কতটুকু ফলন হয়েছে জীবনের এবেলায় করিনি নিকেশ কোনো
কারণ জানি ফুল ফুটাতেই হবে ।
বুকের ভেতর নরম মাটিতে তাই দিনে দিনে বেড়ে উঠেছ তুমি,
বৃক্ষ, করেছ কি হিসেব কোনো?
কতটুকু ক্ষয়,করেছি নিজেকে
এতটুকু অবেলায়!!!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




