দাঁত ফুকলি
মোঃমেহেদী হাসান মেহেদী
আমার দাঁতে পুকা ধরা,
তোমার দাঁতে কী?
কি সুন্দর চক চক চক
ছোট্ট মামনি।
ভারী সুন্দর আমার দাঁত
সে যে বলেছে,
তই বুঝি আমার আজ
ভাল লেগেছে।
ওমা একটা সুন্দর দাঁত
কেমন পড়ে গেল
দাঁত ফুকলি এখন আমি
কোথায় মুখ দেখাব
দেখ ভইয়া আমার দাঁত
পড়ে গেছে তাই,
কী ভাবে যে লাগাব আমি,
ভাবছি এখন তাই।
দাঁত পড়েছে রাগ করেনা
দুঃখ করেনা,
ইদুর গর্তে গিয়ে ফেলো
দেরী করেনা।
তাহলে যে দাঁত হবে
খাসা ইদুরের মত,
কুট কুট কুট তুমিও যে
দাঁতে কেটে দিও।
সেই পিচ্চিং
মোঃমেহেদীহাসান মেহেদী
এসেছি তাই, সব পিচ্চ মিলে,
ঘিরে বসে গেল
সব পড়া ছেড়ে।
বসে গেল কেউ বা কোলের পরে,
শুরু হয়ে গেল-
কী সন্ধান!
বুদ্ধি বিকাশের দারুন প্রাণ!
বলল কবিতা কেউ মোবইলে,
কেউ বা খেলে গেম ,
মোবইল দিয়ে।
কেউ বা নিল ঘড়ি,
কেউ টুপি খুলে।
সাব্বাস পিচ্চরা, ওহ কী দারুন!
আগ্রহে সবগুলো মহাসমীরণ।
বলে কথা সব
সব মজা করে,
উঠে সেই পিচ্চং
ঘাড় বেয়ে বেয়ে।
ধরে চুল জোরে সে
যদি পড়ে যায়,
নাম তার তাসনীম
তুলনা যে নাই।
গোসল করে
মোঃমেহেদীহাসান মেহেদী
মাথা চুবিয়ে নাও,
গোসল করে সাফ হয়ে ,
তুমিও রেডী হও।
তাড়াতাড়ি করঃ
হুম বুদ বুদ
উঠালাম আমি মাথা,
বালতির ভিতর সোজা হয়ে
ডুব দিলাম আবা।
আসব রেডী হয়ে
পানি শুয়ে শুয়ে,
আমি গোসল করে।
বোল বোল বোল
কান করেছি ঢোল,
শুনব আমি পরে
পরে নিই আগে।
আলোচিত ব্লগ
সক্কাল বেলা একটা জোক্সস শোনাই

বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলে যতটা নিকৃষ্ট ভাবে ভোট চুরি হয়েছে আর কারো আমলে হয় নি। এমন কি এরশাদের আমলেও না। ...বাকিটুকু পড়ুন
গো ফুলের নিয়ামত

এখন নাকি বিবেক বুদ্ধির জন্ম হচ্ছে-
ঘুরপাক বুড়োরা মৃত্যুর কুলে দুল খাচ্ছে;
রঙিন খাট পালঙ্কে- মাটিতে পা হাঁটছে না
শূন্য আকাশে পাখি উড়ু উড়ু গো ফুলের গন্ধ
উঠান বুঠানে বিবেক বুদ্ধির বাগান... ...বাকিটুকু পড়ুন
ছোট পোস্ট!

জুলাই সনদে স্বাক্ষরের দিন ড. ইউনুস বলেছেন, “এই সনদে স্বাক্ষর করলে আমরা বর্বরতা থেকে সভ্যতায় উন্নীত হবো।”
আর গতকাল উনি বলতেছেন বাঙালি হচ্ছে বিশ্বের মাঝে সবচেয়ে জালিয়াত জাতি! তো জুলাই সনদে... ...বাকিটুকু পড়ুন
শের
তিন শ' এক//
আমার সাহস দেখে, জানি. তুমি খুব রেগে যাবে।
ঘরহীন, সর্বহারা ভালোবাসা জানায় কিভাবে ?
তিন শ' দুই//
চোখের মালিক ঘোর নিঃশ্বতার আঁধারে ডুবেছে;
তবুও বেকুব চোখ সুন্দরের নেশায় ডুবেছে!
...বাকিটুকু পড়ুন
পলাশী ১৯৫৭, বাংলাদেশ ২০২৬ঃ সিরাজের বাহিনি ও বিএনপি

সামনের ইলেকশনে যদি ডিপস্টেট, জামাত ও এঞ্চিপির যৌথ প্রচেষ্টায় 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা 'মেকানিজম' হয় (যেটার সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনলাইন-অফলাইন-দুই জায়গাতেই), তবে কি বিএনপি সেটা ঠেকাতে পারবে? পারবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।