মহান পথের
মোঃমেহেদীহাসান মেহেদী
ক্লান্ত হতাস উদাস হয়ে,
বসে মাঝেই ভাবছি আমি।
এত বড় মহান পথের ,
শেষ হবে কী কষ্ট কোন?
কবে হবে প্রাণের মেলা !
দেখব মানুষ ঝাঁকে ঝাঁকে,
কবে হবে কোন সে যুগে,
সকল মানুষ মিলন মেলা।
আসবে কী হায় আমার কথায়?
কষ্ট পথের পথিক হয়ে,
ভুলবে কী সব কষ্ট গুলো,
শ্রান্তি সাগর হৃদয় মাঝের।
জাগবে কী আর নব বিশ্বাস,
আখিরাত ঐ সামনে যেন!
এল বলেঐ কিয়ামত।
ভাবছি আমি কথা গুলো,
দায়িত্ব গুলো সেই তো দিল;
যে গড়েছে দিয়েছে আমায়,
রুহ নিশ্বাস খাবার গুলো।
অন্তরে তাই জাগছে পুলক!
আসমান মহা আন্দধামে,
ফেরেশতা সব বিজয় বাঁশি,
দিচ্ছে সেথায় জনে জনে।
ছড়ার সুরে
মোঃমেহেদীহাসান মেহেদী
শোন পিচ্চি ভন্ড বল,
তুমিও ওদের দলের শোন।
না নবী না অল্লাহ মান,
না রাসূলের কথা মান।
বল আবার আড়াল হয়ে
কী হবে নবী রাসূল শুনে,
বেশ তো আছি সবাই মরে
চলব আমি ইচ্ছামত।
শিখব চুরি অইন ধরে।
বলব ভন্ড যে শুনাবে,
দীনের পথের পথিক হয়ে।
ইসলামের দ্যুতি হয়ে,
বলব যে সব ছড়ার সুরে।
বিরুদ্ধে তার চালাক হয়ে।
পাব আমি নেংটা হতে
বা যাবঐ অনুষ্ঠানে,
বেহিয়া এক নষ্টা আমি
দিব মেহেদীক তুচ্ছ বলে।
অভিশপ্ত হনুমান হয়ে।
নবীর কথার মানুষ আমি,
বলে আল্লাহ কুরআন পরেও।
তুমি কিয়াম আলাম হয়ে,
দাঁড়িয়ে আছ সাক্ষী হয়ে ।
বলেছিল শেষ নবী
দায়িত্ব দিই জনে জনে,
ইমাম মেহেদীএলে পরে
সাহায্য কর সঙ্গগুনে।
দিও সকল উজাড় করে।
কোথায় তার কথার মানা,
কোথায় মুসলিম বিশ্ব ঘুরে?
বলছি যে আজ জনে জনে,
সৃষ্টিকর্তার হুকুম বলে।
চলছি আমি একাই যেন
তবুও আছে বহু জনে,
সব মুসলিম তবুও কেন
নিশ্চুপ আজ ফিতনা গুনে।
আলোচিত ব্লগ
সক্কাল বেলা একটা জোক্সস শোনাই

বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার আমলে যতটা নিকৃষ্ট ভাবে ভোট চুরি হয়েছে আর কারো আমলে হয় নি। এমন কি এরশাদের আমলেও না। ...বাকিটুকু পড়ুন
গো ফুলের নিয়ামত

এখন নাকি বিবেক বুদ্ধির জন্ম হচ্ছে-
ঘুরপাক বুড়োরা মৃত্যুর কুলে দুল খাচ্ছে;
রঙিন খাট পালঙ্কে- মাটিতে পা হাঁটছে না
শূন্য আকাশে পাখি উড়ু উড়ু গো ফুলের গন্ধ
উঠান বুঠানে বিবেক বুদ্ধির বাগান... ...বাকিটুকু পড়ুন
ছোট পোস্ট!

জুলাই সনদে স্বাক্ষরের দিন ড. ইউনুস বলেছেন, “এই সনদে স্বাক্ষর করলে আমরা বর্বরতা থেকে সভ্যতায় উন্নীত হবো।”
আর গতকাল উনি বলতেছেন বাঙালি হচ্ছে বিশ্বের মাঝে সবচেয়ে জালিয়াত জাতি! তো জুলাই সনদে... ...বাকিটুকু পড়ুন
শের
তিন শ' এক//
আমার সাহস দেখে, জানি. তুমি খুব রেগে যাবে।
ঘরহীন, সর্বহারা ভালোবাসা জানায় কিভাবে ?
তিন শ' দুই//
চোখের মালিক ঘোর নিঃশ্বতার আঁধারে ডুবেছে;
তবুও বেকুব চোখ সুন্দরের নেশায় ডুবেছে!
...বাকিটুকু পড়ুন
পলাশী ১৯৫৭, বাংলাদেশ ২০২৬ঃ সিরাজের বাহিনি ও বিএনপি

সামনের ইলেকশনে যদি ডিপস্টেট, জামাত ও এঞ্চিপির যৌথ প্রচেষ্টায় 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা 'মেকানিজম' হয় (যেটার সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনলাইন-অফলাইন-দুই জায়গাতেই), তবে কি বিএনপি সেটা ঠেকাতে পারবে? পারবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।