হৃদয়ের দাবির চেয়ে বড় কোন দাবি নিয়ে আসিনি
ভালোবাসার চেয়ে ভালো আশা নিয়ে আসতে পারিনি
সুপথ কুপথের ব্যবধানে রিক্তহস্তে এসেছি আজ
উদ্দাম রক্তের নৃত্য শেষে বার্ধক্যের এই সুচনায়
অতীতের সব স্মৃতিকে সাথি করে এসে পড়েছি
বিনা দ্বিধায়
হৃদয়ের দাবির চেয়ে বড় কোন দাবি নিয়ে আসিনি ।
চোখের পাওয়ার চশমাটা ?
ওটা বয়সের ব্যবধানে নিত্য বাড়ে
জীবনের পাওয়ারটাও যদি বাড়ত এভাবে ?
ভাবছ তাহলে হয়ত ফিরতাম না আর !
তা ঠিক তা ঠিক কিন্তু . . !
তুমিও তো বদলে গেছো
সবুজ দেহে সামান্য কংক্রিটের মসৃন শাড়ি ছেড়ে
আজ সিরামিক্সের অযুত মিক্সার !
হাসছ এ কেমন বর্ণনা আমার . .
আগের মত ঠোঁটকাটাই রয়ে গেলাম !
তোমার বাগানের ঘুঘুর ডিম ভেঙ্গে ফেলায়
কি বেদম মেরেছিলাম ছেলেটাকে
লজ্জা পাচ্ছ বুঝি . . .
ভাবছ সেই থেকেই তো ভালোবাসা শুরু ।
তাইতো ফিরে এসেছি তোমার কাছে
হৃদয়ের দাবির চেয়ে বড় কোন দাবি নিয়ে আসিনি
যখন তারুন্য ছিল আহা . .
তোমার অধরে আজ আঁকা থাকত প্রথম চুম্বন
স্মৃতিতে থাকত লজ্জায় লাল আনত মুখের ছবি
তোমার শুকনো নদীতেও বইত জল নিরবধি
দুর দুরান্তরে উচ্চারিত হত তোমার নাম
কিন্তু তখন আসিনি
আজ নির্লজ্জের মত এসেছি
হৃদয়ের দাবির চেয়ে বড় কোন দাবি নিয়ে আসতে পারিনি
কি তবুও তুমি স্থান দিবে
তারুণ্যে যে লুটেছে তোমার কুমারীবেলা
তারপর ফিরেও তাকায়নি
সেদিনের ভরাট বুকের বদলে শীর্ণ পাজরের উপর
জায়গা দিচ্ছ আপন করে ?
এজন্যই এসেছিলাম আমার প্রিয় গ্রাম তোমার কাছে
এই বার্ধক্যে শুধু হৃদয়ের দাবি নিয়ে
এরচেয়ে বড় কোন দাবি নিয়ে আসিনি
আসতে পারিনি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


