কবিতারা আজ দুরে দুরে থাকে
আঁধারের ফ্রয়েডের নৃত্যে অভ্যস্থ
নিজেই ফ্রয়েডে একাকার !
তাই ভয় পায় কবিতারা
ভয় পাচ্ছে ফেরেশতারা !
চোখের জলে ভিজে একাকার
নিভু নিভু প্রদীপের বাতিঘর !
প্রতিবাদ নেই দ্রোহ নেই
যেন মৃত্যুপুরীর নীরব সঙ্গীত
কালো কাকের রবে ভীত আজ শ্বেত কবুতর ।
পথ চলা তবু রবে না থেমে
সত্য পথের আলোদিশারী
অগ্রজের প্রতিপদে ঠুকে সালাম
এগিয়ে যায় দেখ ঐ সেনানী
বয়ে নিয়ে শাশ্বত স্রষ্টার বাণী ।
কবিতারা পথ ভূলে বিপথগামী
অধুনা তারুণ্যের কণ্ঠ বজ্ররবে ধ্বনিত আজ শাহবাগে
আধুনিক ফ্রয়েডদের নেতৃত্বে তুলছে স্লোগান ।
সেকেলে তরুনদের চোখে আজ কান্না
কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আর্তনাদের ধ্বনি !
বড়ই ম্রিয়মান ।
তাই কবিতারা আজ দূরে দুরেই থাকে
সারাদিন ঘুরে বেড়ায় বগুড়ায় চট্রগ্রামে
শহীদদের কবরগাহে
হান্টারে বিধ্বস্থ হয়ে হাজতে
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
আর মানবতার চোখের জলে
ফেরেশতারাও বুঝি ভয় পাচ্ছে আজ
কবিতারাতো দূরের মায়ার কল্পনাগাঁথা
হয়তবা চোখের জলে দুচারটি কথা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


