পর্ব ১
- তুই আগুন নেভাচ্ছিস কেন ?
- তাতে তোমার কি ? আমার হৃদয়ে আগুন লেগেছে আর আমি তা নেভাবো না ! এ কেমন কথা !
- তোর আবার হৃদয়ও আছে ! হাহা হা
- আপনি কে যে এত কথা বলছেন ?
- চিনিসনা ! যে তোর হৃদয়ে আগুন ধরায়ে দিয়েছে তারে চিনলি না !
পর্ব ২
- (কাঁদো কাঁদো গলায় ) মহামান্য ধর্মাবতার !
- অর্ডার অর্ডার । আপনার আরজি পেশ করুন
- ধর্মাবতার কি আর বলব . . আমি অনেক কষ্টে গোয়েন্দা সংস্থাকে দিয়ে টাকা বিলিয়ে কিছু কুত্তাকে লেলিয়ে এই ব্যক্তির হৃদয়ে আগুন দিয়েছিলাম এমনকি ফায়ার সার্ভিসের লোকদেরও এক বিঘত দুরে রেখেছিলাম কিন্তু এ অকৃতজ্ঞ ব্যক্তি নিজে নিজেই সে আগুন নেভানোর চেষ্টা করছিল . . . তাহলে আর আমার এত পরিশ্রমের মূল্য থাকল কোথায় . .আমার প্রমোশন ও যে মতিঝিলেই আটকে থাকল . . . কান্নায় ভেঙ্গে পড়ল
- আপনি একটু শান্ত হোন আর বলতে থাকুন এই কুলাঙ্গারের ব্যাপারে আর কি আরজি আছে !
- ধর্মাবতার এ কোন কারনে আমার এত দিনের সাধনা নষ্ট করেছে এটা জানার জন্য একে দশ দিনের জন্য আমার হেফাজতে রিমান্ড দেন আমি দেখি এর হৃদয়ের আগুনটাকে উত্তর দিকে প্রবাহিত করতে পারি নাকি !
- অর্ডার অর্ডার ! হৃদয়ঘটিত ব্যাপারে অভিযুক্ত বিবাদীকে পাঁচ দিনের জন্য বাদীর হেফাজতে নির্যাতন করার অনুমতি দেয়া হলো !
বিবাদীঃ ধর্মাবতার কিন্তু যে আগুন লাগালো তার কি হবে ?
- ধর্মাবতার বলার আগেই বাদী বলে উঠল খামোশ তাকে এখনো চেনা যায় নি সনাক্তকরন ইহজীবনে বেসম্ভব ব্যাপার তাছাড়া ব্যয়বহুলও বটে !
বিবাদী একবার বাদী আর একবার ধর্মাবতারের দিকে অশ্রুসজল চোখে তাকাতে লাগল আর নীরব ভঙ্গিতে উপরের দিকে চোখ বন্ধ করে ফরিয়াদ জানাল সব বিচারকের বড় বিচারকের কাছে যেখানে কারো ফরিয়াদই অগ্রাহ্য হয়না !
http://www.dailynayadiganta.com/new/?p=116773

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


