জাতীয় পতাকা অবমাননা করার জন্য ১২০০ মুসল্লীদের বিরুদ্ধে মামলা ।
কিন্তু মহানবী সাঃ কে অবমাননার বিরুদ্ধে কয়টি মামলা করা হয়েছে ?
যারা পতাকা অবমাননা করেছে ( যদিও খবরে বলা হয়েছে কিন্তু ভিডিওচিত্র দেখানো হয়েছে কিনা জানি না ) তারা একদম পিচ্চি ছেলে এবং অবশ্যই রাসুলের সাঃ অপমানে ভয়ানক রকম উত্তেজিত ছিল আর উত্তেজিত অবস্থায় ভালোমন্দ জ্ঞান সবার থাকে না । যদিও এটা কখনোই কাম্য নয় এবং এঘটনার নিন্দা জানাই ।
কিন্তু যে শিক্ষিত গ্রাজুয়েট পোষ্ট গ্রাজুয়েট নাস্তিক ছেলেগুলো বুঝে শুনে ঠান্ডা মাথায় ইসলামবিরোধী কুরুচীপূর্ণ মন্তব্যগুলো করছে তাদের গানম্যান দিয়ে সরকার কি তাদের বাঁধা না দিয়ে উত্সাহ দিয়ে যাচ্ছে ? তথাকতিক নাস্তিক ইসলামবিরোধী আসিফ মহিউদ্দীন সহ সরকারের এ দ্বিমুখী আচরনের নিন্দা জানানোর ভাষা আমার আয়ত্বের বাইরে ।
সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মিডিয়াগুলো ধর্মবিরোধী ব্লগারদের বাঁচাতে চলতি ইসলামপন্থী আন্দোলনকে দমন করতে এই ইস্যুগুলোকে কাউন্টার এটাক হিসেবে তুলে ধরতে চাচ্ছে !
ভাবতে পারেন তাহলে প্রায় সব মিডিয়াই ইসলামপন্থীদের দাবিগুলোকে অভারটেক করে নাস্তিক ব্লগারদের পক্ষপাতিত্ব করছে কেন ?
উত্তর হচ্ছে বর্তমান দেশে মিডিয়া ইয়োলো জার্নালিজমের পশ্চাতে ইয়োলো সিন্ডিকেট করছে !
কেউ না বুঝলে লেখক কোনভাবেই দায়ী নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


