এই না হলে শামীম ওসমান। হাজারখানেক র্যাব-পুলিশ আপনার কাছে নস্যি। কারণ স্বয়ং প্রধানমন্ত্রী পার্লামেন্টে আপনার পরিবারের পক্ষে থাকার কথা বলেছেন। নারায়ণগঞ্জের সাত গুম-খুনের ঘটনাটা কেমন যেন চুপসে গেছে। নতুন করে মিডিয়ায় আসা দরকার। পত্রিকায় নাম না দেখলে আর ভালো লাগে?
যাই হোক এএসপি মো. বশিরউদ্দীনকে সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামদের ঠিকানায় না পাঠানোর বিনীত নিবেদন জানাচ্ছি নারায়ণগঞ্জের ওসমানিয়া খিলাফতের এ মহান শাসকের নিকট।
শামীম ওসমানকে এক সাংবাদিক বললেন, ‘প্রধানমন্ত্রী তো আপনার পক্ষে আছেন। সংসদে আপনার পরিবারের পক্ষে থাকার কথা বলেছেন।’ শামীম বলেন, ‘আমার একমাত্র সম্বল আমার আপা (শেখ হাসিনা)। তিনি আমাকে স্নেহ করেন। আমি যদি বলি, এক ডাকে লাখ লাখ মানুষ হাজির হবে। ১১০০ র্যাব আর ৪০০ পুলিশ নিমেষে উড়ে যাবে। এসব র্যাব-পুলিশ আমার কাছে কিছু না।’
পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকি দেওয়ার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘আমার নাম করে তো অনেকেই অনেককে ফোন করে। ও বাচ্চা ছেলে৷ তার পেটে আমি লাত্থি মারতে চাই না। আমি যদি বলি ও তিন লাখ টাকা ঘুষ চেয়েছে, তা কি ঠিক হবে?
facebook.com/JournalistMesbahPatwary
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



