আমি কি লাগি খুঁজিতেছি তারে
বুঝেও বুঝিনি কিবা চেয়েছি মনে।
অন্তর আমার মানেনা বাধা
আকুল প্রান করে ব্যথা অনুক্ষন।
কেবা আমি তাইতো ভাবি
কেমনে বাঁধিব মন ডোরে।
যে আমারে অতি যতনে নিতে চায় কোলে
মরীচিকা মনে হয় তারে আমারি অপূ্র্ন জ্ঞানে।
কে দেবে মোরে দৃষ্টি বোধ
কে মেটাবে আমার সীমাহীন তৃষ্ণা হাহাকার।
ক্ষূধার্থ অন্তর আত্মশক্তিতে হবে বলীয়ান
বুঝবো আমার সৃষ্টির সার্থকতা
স্রষ্টার-ই অসীম প্রজ্ঞাদান।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




