

ঝিনাইদহে ইলিয়াস কাঞ্চন
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার দাবিতে র্যালী, আলোচনা ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতায় বর্ণাঢ্য র্যালী, গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন কর্মশালা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই ঝিনাইদহ জেলা শাখা এ সকল কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে আজ সকাল ১০ টার দিকে জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীতে নের্তৃত্বদেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে গিয়ে শেষ হয়। পরে ডাঃ কে আহম্মেদ কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়াও জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম , টিআই সালাহ উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রকিব উল আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল সহ অতিথি বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ( নিসচ) ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক সাংবাদিক আব্দুর রহমান মিল্টন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া ‘নিরাপদ সড়ক চাই’ এর ঝিনাইদহ শাখার যুগ্ম আহবায়ক এমদাদুল হক, শারমিন জোয়ারদার ম্যাডোনা, শাহিনুর আলম লিটন, লিসন, বিএম আনোয়ার হোসেন সহ সংগঠনের কর্মীরা ছিলেন। জেলার দেড় শতাধিক গাড়ি চালক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে
প্রশিক্ষণ কর্মশালায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সারা দেশে চালকদের অসচেতনতার কারনে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতন ভাবে চালকদেরকে গাড়ি চালাতে হবে। কেননা তারা সচেতন ও প্রশিক্ষিত হলে দেশে শুণ্যের কোঠায় নেমে আসবে সড়ক দুর্ঘটনা। তিনি বলেন, দুর্ঘটনা রোধে মালিক, শ্রমিক, ড্রাইভার সহ সর্ব স্তরের মানুষের সহযোগীতা প্রয়োজন।
অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচীব সাকিব মোহাম্মদ আল হাসান।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




