তুমি লোডশেডিং-এ চাঁদের আলোর স্বর
তুমি জ্বরের শেষে সুর্য ধোয়া ঘর।
আয়নাভরা দিন, রূপসায়রের জল
আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল
তোমায় দিলাম
এই খাতার ভাজে গাছের পাতার নাম।
এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যাথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল।
আয়নাভরা দিন, রূপসায়রের জল
আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল
তোমায় দিলাম
এই মায়ার পশম হাত দেবার আরাম।
এইটা তোমার গান
ঐ আঁচল বৃষ্টি ছাঁটের ঘ্রান
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



