এ বছর আরও ছোটখাট মনে রাখার মত জিনিষ ঘটেছে। যেমন সাত সকালে উঠে আপুনির সাথে Pirates of Carribean 2 দেখতে যাওয়া, Twilight নামের অসাধারণ একটা বই পড়া ও আমার ছোট্ট সাদামাটা পড়ার ঘরটা সাজিয়ে কাঠখোট্টা পরিবেশটা দুর করা।
হাত খরচের কিছু টাকা দরকার ছিলো, তাই কাজ খুঁজছিলাম। ক্লাসের বেশির ভাগ মেয়েরাই ম্যকডোনালডস জাতীয় জায়গায় কাজ করে। আমি জানতাম ওরকম কিছু করতে পারবো না, তাই ভিন্ন কিছু দেখছিলাম। পেয়েও গেলাম একটা। বাসার রাস্তার মাথার মেডিকেল সেন্টারে। প্রতিদিন স্কুলের পরে মহা উৎসাহে ট্রেনিং করতে যেতাম। প্রায় কয়েক মাস পর ডাকলো আমাকে। সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে রোস্টারে ঢুকিয়ে ফেললো। আমার খুশি আর দেখে কে! জীবনের প্রথম 'চাকরী'!!
শেষ পর্যন্ত অবশ্য এটাও করা হলো না, আমার প্রিয় মানুষদের একজনকে খুশি করার জন্য। এ নিয়ে কতদিন কেঁদেছি, মনে নেই। তবে এ থেকে একটা শিক্ষা নিয়েছি: মাঝে মাঝে, বড় বড় জিনিষ ছেড়ে দিতে হয়, ছোট্ট এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য।
তারপর আরেকটা দিন গেলো, যেদিন অনেক কাঁদতে হয়েছে। বৃষ্টিতে ভেজা যদি মজা হওয়ার কথা হয়ে থাকে, সেদিন তার ঠিক উলটোটা হয়েছে। খুব ভয় পেয়েছিলাম - ঐ রাতটায়। শিক্ষা: মা আমাকে ভীষন ভালোবাসে।
এরপর এলো রমজান। প্রথম দিন সপ্তাহ ভালো ভাবে কেটেছে। প্ল্যান মত সব হচ্ছিলো - সবাই খুশি, আমিও খুশি। কিন্তু শেষ সপ্তাহে এসে কিছু একটা হলো। সমস্ত চেষ্টা লাটে উঠলো। যে রকম ছিলাম, আবার সেরকম হলাম, সাথে যুক্ত হলো অপরাধবোধ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




