এই পোস্টটা লেখার আসলে আমার কোন অধিকারই নাই,এই পোস্ট লেখার মত নূন্যতম যোগ্যতা আমার নাই(আমি মনে করি)।প্রচন্ড শীতে অফিসের উষ্ণ পরিবেশে আরাম চেয়ারে চা খেতে খেতে আমি পোস্ট লিখছি.... আফসোস...হোয়াট আ ওয়েস্ট।এই পোস্ট লেখার জন্য যে পরিবেশ দরকার আমি সেই পরিবেশে নাই--- ভ্যান গগ যেমন কটকটা রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রোদের ছবি আঁকতেন--মানিক বন্দোপাধ্যায় যেমন উপন্যাস লেখার জন্য জেলে পাড়ায় দিনের পর দিন থেকেছেন..... আমাকেও ঠিক এই পোস্টটা লেখার জন্য ঐ পরিবেশটা নিজের মধ্যে আনা উচিত ছিল।
আমি সবার কাছে লজ্জিত-- আমাকে আপনারা ক্ষমা করবেন।
আবেগটা প্রকাশের আগে একটা কবিতার লাইন না বলে পারছি না--- নির্মনেন্দুগুণ এর একটা কবিতার লাইন--- "সমবেত সকলের মত আমিও গোলাপ ফুল পছন্দ করি...আজ সকালে একটি গোলাপ আমাকে বলেছে আমি যেন কবিতায় বঙ্গবন্ধুর কথা বলি" অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে আজ সকালে আমি যখন বাসার মোড়ের সিগারেটের দোকান থেকে সিগারেট ধরাচ্ছি,তখন পাড়ার সিগারেট বিক্রেতা বৃদ্ধ চাচা আমাকে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার কথা বলে আবেগী করে ফেলেছে,তাই আমি আজ এই আবেগী পোস্টটের অবতারনা করতে বাধ্য হলাম।
সবাই হয়তো কাল টিভিতে দেখেছেন ছাত্রদলের সভাপতি টুকু ভাইয়ের রক্তাক্ত মুখ.... আমি তখন খাচ্ছিলাম..ওনার মার খাওয়া দেখে আমি আর খেতে পারি নাই...... আমার বারবার মনে পড়ছিল.... ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বাচ্চাদের কথা,ওনার স্ত্রীর কথা, চল্লিশোর্ধ হারানো যৌবনের এই মধ্য বয়সী যে কিনা কবে ছাত্রত্ব শেষ করেছেন উনি নিজেই ভুলে গেছেন, সংসদ নির্বাচনে দাড়িয়েও সফল হতে পারেন নি,দুই সন্তান স্ত্রী নিয়ে সুখেই ছিলেন.... তবে কেন আজ টুকু ভাইকে এভাবে জীবনের চরম মুহূর্তে দাড়াতে হল...তবে শান্তনা এই যে ওনাকে দেখে বুঝা যাচ্ছিল---এই রকম ঘটনা ওনার জীবনে নতুন না, বয়স কালে এসব ওনার কাছে ছিল পানি ভাত।এখন শেষ যৌবনে এসেও টুকু ভাই যেভাবে সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে গাড়িতে করে ঘটনা স্থল ত্যাগ করলেন,তা এক কথায় অসাধারণ।
আসলে সত্য কথা বলতে কোনো ছাত্রই কিন্তু মেনে নিবে না...একজন অছাত্রের নেতৃত্ব।যেমন কালকের ঘটনায় আমরা তার প্রতিফলন পাই।
যদিও রাত ১১.৩০ শে রেডিও আমার এর সংবাদ এ শুনলাম এই ঘটনার জন্য ছাত্রলীগই দায়ি।তবে ঘটনা যাই হোক আমাদের সব আবেগ আজ টুকু ভাইয়ের জন্য।টুকু ভাই সুস্থ শরীরে থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে যাবেন এই কামনা।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





