জাতির জন্ম লগ্ন থেকে স্বাধীনতার ঘোষণা,জাতির পিতা..... আরো কত কি যে.... সব জায়গায় সব পরিস্থিতিতে আমরা দ্বিধাবিভক্ত হতে পছন্দ করি... কারণ ক্রোমজম থেকে ক্রোমজমে আমরা বহন করে এনেছি এই বিভেদের চিহ্ন।
আফসোস....... এখন এসব বলতে গেলে আমার ব্লগিয় ইমেজ স্ট্যাটাস নিয়েই আমাকে বিপাকে পড়তে হবে..... তার চেয়ে ভাল কথা দিয়েই দিনটা শুরু করি।
অত্যন্ত দুঃখের সাথে না বলে অহংকারের সাথেই বলতে হয়---আমি জাতিতে নিশাদ----আদি বাঙালী......তারপরও সাদা বাদামী হরেক রকমের রক্তের স্রোতধারায় আজ আমি সংকর...তথাপি মনে প্রাণে নিজেকে নিশাদই ভাবি।
জাতির জনক বঙ্গবন্ধু হত্যার ঘাতক ফারুকের মত আমি বলি না আমি ইয়েমেন থেকে এসেছি বা ম্যাডাম জিয়ার মত আমি বলি না --- আরবের রক্ত প্রবাহে আমি প্রবাহিত..... আমি সেই নিশাদ জাতির উত্তরসূরি.... শিকার যাদের পেশা,যাদের বর্ণ তামাটে উচ্চতায় খাট।তবু সহস্রাব্দের কাল প্রবাহে আজ আমার ভেতরও সংকরিত রক্ত ধারা.... বিভেদ আজ আমার মজ্জাগত।তবু সত্য সুন্দরের পূজা করতে পিছপা হই না।
আজ পহেলা ফেব্রুয়ারি.....ভাষার মাসের শুরু---যদিও নির্দিষ্ট মাসেই যে শুধু ভাষা চর্চা করতে হয়ে তাতে আমি বিশ্বাসি নই।
যা হোক--- শান্তি লাগছে.... আনন্দ লাগছে আজ বাংলা ভাষাতেই ব্লগিং করতে পারছি....তার জন্য আমার হৃদয় থেকে শ্রদ্ধাঞ্জলি যারা এটাকে জনপ্রিয় করেছেন তাদের প্রতি.....
১৯শে ডিসেম্বর ব্লগ দিবস পালন হল.... বর্ণাঢ্যই ছিল আয়োজন..... নীল শার্টে বাংলা ভাষাভাষিদের অকৃত্রিম বন্ধু আরিলের পদচারনা ছিল অনবোদ্য।
যেহেতু ব্লগ সামহ্যয়ার ইন এক মাত্র না....তাই আরও ব্লগ বিদ্যমান.... সব প্লাটফর্মেই আমাদের পদচারন.....ঐ যে আমরা সংকর....এই ক্ষেত্রে এটা কিন্তু ভাল একটা দিক।কিন্তু অনেকের দ্বৈত আচরণ আমাদের আহত করে।
সাধারণ ব্লগারদের কাছে আমার মতে দুইটা ব্লগের অবস্থান সবার কাছাকাছি সামু আর আমু......
যা হোক ১৯ডিসেম্বর সামু থেকে ব্লগ দিবস পালন হয়।
কেন ১৯শে ডিসেম্বরকেই ব্লগ দিবস করতে হল???
পিছেয়ে যেতে হয়..... ১৫ ডিসেম্বর ২০০৯,একটা পোস্টটে। পোস্টটের ৬ নম্বর মন্তব্যের দিকে এবং তার পর ২২ নম্বর মন্তব্যে।
একটা প্রশ্ন??? এতই কি হালকা একটা ব্যাপার বাংলা ব্লগ দিবস?
একজন বলল আর একজন নক্ষত্র বিচার করে বলে দিল... হায়রে বাল্য বন্ধু???
এদিকে আজ দেখলাম আমার ব্লগ আয়োজনে ব্যস্ত আজ মানে পহেলা ফেব্রুয়ারি ব্লগ দিবস পালনে.. ওদের যুক্তি যেহেতু ভাষার মাস পহেলা ফেব্রুয়ারি আর যেহেতু বাংলা ব্লগ দিবস তাই আমাদের অহংকারের মাস ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনই ব্লগ দিবস পালন।
নক্ষত্র বিচারের চেয়ে এই দিনটিকেই করাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে.... তবে ঐ যে বললাম সংকর জাতি.... তাই অনেক জনপ্রিয় ব্লগারকে যেমন ১৯শে ডিসেম্বর দেখেছি তেমন পহেলা ফেব্রুয়ারিতেও দেখা যাবে (ছবিতে) আশা করি।
আমি দুই দিবসকেই সমর্থন করি....ঐ যে বললাম সংকরিত রক্ত ধারা।
সুস্থ ব্লগিং এর শুভ কামনা করছি। সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





