অর্ধাঙ্গিনী
ডানা মির্জা
আমি একজন বেকার
রুপক অর্থে নয়,
সত্যি আমি চালচুলো বিহীন
আমার চারপাশে যা কিছু
তার কিছুইতো আমার নয়
জানালায় ঝুলছে যে পর্দা অথবা দরজার পাপোশ
সবই তোমার
অথচ দেখো, একদিন এই ঘর আমি
পূর্ন করে রেখেছিলাম
আর তুমি সাজিয়েছিলে যত্ন করে
আজ তোমার উপহার, রোলেক্স বিক্রি করেছি
কি করবো বলো ?
দেবী অন্নাপুর্না তো ঘর ছেড়েছে
ঘড়িটা বেশ দামেই বিক্রি হয়েছে জানো?
বলেছিলাম আরো দামি কিছু আছে
শুন্য থেকে শুরু করা কিছু স্মৃতি
ক্রেতা বিদ্রুপের হাসি দিয়ে বললো “ পাগল”
আসলে বস্তুর অনেক দাম
বস্তুকে ঘিরে থাকা মায়াগুলো মুল্যহীন
সেই মায়াবতী তুমি একদিন বললে
“ সব হারাবে তুমি”
আমি বললাম “ তুমি চলে যাও,
সুখ ফিরে পাব আমি”
তারপর একদিন,
তুমি সত্যি চলে গেলে
মা খুশি হলেন, আপদ বিদায় হয়েছে
আঁধারের কোন থেকে কেউ দীর্ঘশ্বাস ফেলল
“মা লক্ষি চলে গিয়েছে”
সেই থেকে আমি অকমর্ণ্য, মুল্যহীন বেকার
সাজানো ঘরটা আমি সাজিয়েছিলাম টাকা দিয়ে
আর তুমি কিনেছিলে মায়া দিয়ে।
(রিপোস্ট )

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


