সপ্তাহ শেষ।
পরিশ্রান্ত লাগছে, ক্লান্তির প্রান্তিকে যদি একটা হাসি পেতাম
তবে বিক্ষুব্ধ মনের উপকূলে একটু নিরব শব্দে সরব হতাম।
মুক্ত হাসির মুগ্ধতায় একটু একটু করে,
যান্ত্রিকতা বিসর্জন দিয়ে রিক্ত হতাম।
সিক্ত হতাম, মন ভিজোতেম। একটু আয়েশে
বিলাসী হতাম,একটু জিরোতেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


