"মনোবল ফিরিয়ে আনতেই বিএনপি ইস্যুহীন হরতাল ডেকেছে :: মাহবুবুল আলম হানিফ"
আমুলিক না হয় ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত করতে চায়, তাই বলে পাবলিকের ভোগান্তির জন্য বিম্পির হরতাল ডাকাটা মুটেও উচিত হয় নাই। আমুলিক জনগনের দল। ওরা হরতাল করে জনগনের জন্য, অসহযোগ আন্দোলন করে জনগনের জন্য, অফিসগামী বয়স্ক লোকের প্যান্ট খুলে জনগনের জন্য, গাড়ি পোড়ায় জনগনের জন্য, পাবলিকের put-কি মারে পুব্লিক্রে মজা দেওয়ার জন্য
কি আজব আমাদের এই বাংলাদেশ, তারচেয়ে আজব এদেশের নেতা-নেত্রীরা, যারা মনে করে জনগন চাউলের দাম বাড়ার কারনে ঘাস খাইয়া গরু হয়ে গেছে। কিছুই বুঝেনা পাব্লিক। আরে আবালের দল পাব্লিক ঘাস খাইলেও সময় মতো পিছনের পা দিয়া লাথি মারতে কখনোই ভুল করেনা। করলে তোরা পালা করে ক্ষমতায় আসতে পারতি না।আমুলিকের সন্ত্রাসের কারনেই বিম্পিরে ভোট দেয়া, বিম্পির দুর্নীতির জন্য আমুলিকরে ভোট দেয়া এইতো চলছে...। তবুও শিক্ষা হয় না। সবাই যাওয়ার আগেই আবার আসার রাস্তা বানিয়ে যায়। কিন্তু আসতে পারে না।আবাল পাব্লিক ওদের প্লান অনুযায়ি কাজ করেনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


