* সকালে ঘুম ভাঙলে প্রোগ্রামার দেখল, সারা রাত জেগে লেখা প্রোগ্রাম হাওয়া হয়ে গেছে। ব্যাকস্পেসে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে।
* উৎফুল্ল স্বরে বস বললেন অধীন কর্মচারীকে : আপনি দেখছি এক মাসের কাজ এক দিনে করে ফেলেছেন!
সবই ইন্টারনেটের কল্যাণে, স্যার।
ইন্টারনেট থেকে হেলপ নিয়েছেন?
জি না স্যার। আজ সারা দিন ইন্টারনেটে কাজ করিনি।
* সত্যিকারের কম্পিউটার আসক্ত ব্যক্তি শ্যাম্পু কিনতে গেলেও জিজ্ঞেস করে, ৩০ দিনের ট্রায়াল অপশন আছে কি না।
* প্রোগ্রামার বলছে বান্ধবীকে : গতকাল তোমাকে স্বাপ্নে দেখেছি।
সত্যি? কেমন দেখলে?
দারুণ! এবি আই ফরম্যটে। খুব হাই রেজুলেশন ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





