জাতীয় বিশ্ববিদ্যালয়ে পইড়া পুরাই অলস হৈয়া গেলাম। পড়া, লেখা কোনটাই ঠিকমত হচ্ছে না। এক্ট্রা কারিকুলার একটিভিটি নিয়ে সব্বাই দারুণ ব্যস্ত। কি আর করা, পুরা 15/16 মাসে 20/24 ঘণ্টা লেখা। এটাকে কি লেখা-পড়া বলে?? হুদাই টাইম পাস করা, অতঃপর 6/7 বছর পর একখান অনার্স পাশ সার্টিফিকেট নেয়া, Nothing else......। কাম-কাজ না থাকলে ফেবুর আশ্রয় নেই, আবার এই ফেবুই মাঝে মাঝে ব্যাপক বিরক্তিকর লাগে। ফেবুর স্ট্যাটাসে এখন আর গ্ল্যামার নাই। এত এত পেজ আর বন্ধুর ভিরে কখন যে কার কি গুরুত্বপূর্ণ (!!!) স্ট্যাটাস মিস হৈয়া যায় বলা যায় না। আর একটা স্ট্যাটাসে অন্তত 10/20 টা লাইক না পড়লে স্ট্যাটাসের সার্থকতা থাকে না।
তয়, আমি একখান উদ্যোগ নিছি, আমরা ফেবুতে চিঠি লেখমু। আইলাবিউ দিবস, আইহ্যাটিউ দিবস, আব্বা দিবস, আম্মা দিবস, বন্দুক দিবস, ফয়দা দিবস.................. ইত্যাদিতে আম্রা একে অপর্কে চিঠি লেখমু। আবার উপলক্ষ ছাড়াও চিঠি লেখন যায়। আর পুরাতন বিভিন্ন ছায়া-ছবি, বাংলা গান শুনে এক্টা জিনিস আমি বুঝতে পারসি যে, “ওল্ড ইজ গোল্ড”। চিঠির মইধ্যে যে ভালোবাসার অনুভূতি, চিঠির অপেক্ষা ইত্যাদির মধ্যে একধরনের ক্রিমসন (Crimson) লাভ এর গন্ধ (অনুভূতি) পাওয়া যায়। আমাদের ইমতু (ইমতিয়াজ) অলরেডি কাম (Work) শুরু কৈরা দিছে। বাকীরাও রেডি হ !!!! কথা দিলেম, এক লাইন লিখলেও চিঠির উত্তর দিমু। ইনশা-আল্লাহ।
https://www.facebook.com/azamtagore

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




