চল, পাখি হই
চল, পাখি হয়ে উড়ে যাই, পাখি!
মানুষের জীবনে কাটিয়েছি দীর্ঘ সময়,
পাখির চঞ্চুতে লেগে থাকা শিশিরের মতো
স্বপ্ন বাঁধিয়াছি হাওয়ায়;
আরেক জীবনে যদি ঈশ্বর পাঠায়
তুমি আমি বেছে নেব
পাখিদের জীবন।
চল, পাখি হই, পাখি হয়ে উড়ে যাই,
এই যে মানুষ কিংবা মানুষের আবাস
সবকিছুই প্রকারান্তরে
বিক্রয় কিংবা বিনিময়যোগ্য।
চল বেছে নেই পাখিদের জীবন
আমাদের যেকারো অন্তর্ধান
আমাদের ভাবাবেনা পৃথিবীর মায়া।
চল পাখি হই,
নক্ষত্র মরে গেলে
আমরাও চলে যাবো আধারের দেশে।
০৪/০১/২০২৩
চেসার, যুক্তরাজ্য।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



