ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে চলছে পাঁচ নবীনের যৌথ মৃৎশিল্প প্রদর্শনী। শিল্পীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিার্থী।
‘পেন্টা ডটস ফাস্ট সিরামিকস্ এক্সিজিবিশন’ শিরোনামের এই প্রদর্শনীর শিল্পীরা হলেন ১১তম ব্যাচের আনোয়ার হোসেন জনি এবং ১৩তম ব্যাচের ফওজিয়া আবেদীন তানি, মোহাম্মদ রনি হাবিব, এএসএম আবদুল্লাহ ও শরীফ আহমেদ।
আর এই প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে ১১০টি শিল্পকর্ম। আর্থেনওয়ার, লেটগ্লেস, স্টোনওয়ার, রাকুগ্লেস ইত্যাদি মাধ্যমে শিল্পীরা প্রদর্শনীর জন্য কাজ করেছেন। সবার কাজেই গ্রাম-বাংলার চিরায়ত উপাদন, প্রকৃতির অনুষঙ্গ, বিশেষ করে ফুল, লতাগুল্ম, বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, সরীসৃপ ইত্যাদি মৃৎপাত্রে উঠে এসেছে। গতানুগতিক ধারা থেকে তাঁরা বেরিয়ে আসার চেষ্টা করছেন। সবার কাজেই নিজ নিজ বৈশিষ্ট্যের ছাপ ল্য করা যায়।
প্রদর্শনীতে টেরাকোটার কাজই বেশি। কাজগুলি ফোক-নির্ভর। আধা-বিমূর্ত রীতিতে শিল্পীরা মৃৎপাত্রে ফুটিয়ে তুলেছেন লোকশিল্পের বিভিন্ন উপাদান। রাজা-রাণীর অবয়ব, বিভিন্ন আকৃতির মুখোশ এবং কৃষক-কৃষাণীর আঁকা ছবিও টেরাকোটায় দেখা গেল।
লোকজফর্মের সঙ্গে আধুনিকতার সমন্বয় ও যৌথরসায়ণে তাঁদের কাজগুলি নান্দনিক মাত্রা পেয়েছে।
ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন কবি সমুদ্র গুপ্তকে প্রদর্শনীটি উৎসর্গ করা হয়। প্রদর্শনী আগামী সোমবার শেষ হবে। শিল্পপিয়াসীদের জন্য খোলা থাকছে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




