যে গেছে উজাড় করে, তার খোঁজ রাখিনি।
কাঞ্চনজঙা বিলাস নিয়ে
বৃষ্টিধোঁয়ার শ্বেত কাফন
জড়িয়ে আছি, আমি মেঘ বালিকা।
জীবনের কষ্টগুলো; রঙ ধরে কালিমায়
কখনো কস্তুরী গন্ধ ঢেলে
অস্পৃহ স্মৃতির ভাড়ামী,
পরানে তার উতলে ওঠে প্রসূতি কামনা।
প্রেম, কামনা, বাড়ায় মায়ার ক্লান্ত-হাত
যে হাতে ছুঁয়েছি তার ঠোঁটের মদিরা,
কষ্টের ফাঁকে এঁটে থাকে
ফিরে না আসা বিষন্নতা।
যে গেছে, চলেই গেছে
শরীর-মাঠের ঘাস ছুঁয়ে
আমি আছি তেমনি
উনুনে পোড়া যেন উষ্ণ প্রতিক্রিয়া।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





