আমি দু’হাত দিয়ে ধরে রাখি - পুরোটা সকাল কেটে গেলো ।
আমি বুক ভরে শ্বাস নেই, শুঁকতে থাকি আদিম বন্যতায় – পুরোটা রাত পেরিয়ে গেলো ।
একটা সাদা বাহুবন্ধনী, ইংরেজিতে বললে একটা হোয়াইট ব্রা,
তোমার দেয়া প্রথম অন্তর্বাস ।
একটা সাদা বাহুবন্ধনী, ইংরেজিতে বললে একটা হোয়াইট ব্রা ।
আমার সকাল শুরু হয় তোমার ওই বাহুবন্ধনীকে নাকে পেঁচিয়ে রেখে,
আমার রাত শেষ হয় তোমার ওই বাহুবন্ধনীকে বালিশের নিচে রেখে ।
মাঝেই আমি তোমার গ্রীবার ডানপাশের তিলটার ছোঁয়া খুঁজে পাই ।
মাঝেই আমি তোমার শিউলি বোঁটার গন্ধ শুষে নেই ।
মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার স্তনযুগলের বিশালতায় ।
মাঝেই আমি শুষে নেই তোমার কারুকার্যময় বগলের গন্ধ ।
আমি দু’হাত দিয়ে ধরে রাখি - পুরোটা সকাল কেটে গেলো ।
আমি বুক ভরে শ্বাস নেই, শুঁকতে থাকি আদিম বন্যতায় – পুরোটা রাত পেরিয়ে গেলো ।
তোমার দেয়া প্রথম অন্তর্বাস ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





