গোলাম মোর্তোজা
প্রকৃতির নিয়মেই সূর্য ওঠে আবার অস্ত যায়। এই সমাজের মানুষগুলো করে যায় তাদের কর্মকাণ্ড। কিছু মানুষ করে অপকর্ম। যার দায়ভার বহন করতে হয় এ দেশের সব মানুষকে। এভাবেই কেটে যায় আমাদের এই সব দিন রাত্রি।
'৭১-এর মুক্তিযোদ্ধা। নিজামীদের সহায়তায় পাকিস্তানি বাহিনী তাকে রক্তাক্ত করেছে। হাত, পা হারিয়ে বীর মুক্তিযোদ্ধা হয়ে পড়েছেন পঙ্গু। সদ্য স্বাধীন, বিধ্বস্ত বাংলাদেশ। নেই প্রায় কোনো অবকাঠামো, চিকিৎসা বা পুনর্বাসনের ব্যবস্থা।
এমন সময় এ দেশে এলেন একজন মানুষ, ইংল্যান্ড থেকে। '৬৯-এও একবার এসেছিলেন। মুক্তিযুদ্ধের সময় ফিরে গিয়েছিলেন কিন্তু ভুলে যাননি। ভুলে যে যাননি তার প্রমাণ দিতেই আবার এলেন '৭২-এ। মুক্তিযুদ্ধের পরে।
পঙ্গু মুক্তিযোদ্ধা থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা পক্ষাঘাতগ্রস্ত কিশোরী সবার সেবায় মনোনিবেশ করলেন। নিজের কোনো চাওয়া নেই, পাওয়া নেই। মানবসেবা, এ দেশের নিঃস্ব গরিব-দুঃখী মানুষের সেবা তার ধর্ম ও কর্ম। বলছি ভেলরী এ. টেইলরের কথা।
এই ব্রিটিশ মানুষটি পেশায় ফিজিওথেরাপিস্ট। মানুষের সেবায় কাটতে থাকে তার দিন, মাস,বছর...। মাঝে মাঝে ইংল্যান্ডে ফিরে যান। কিছু অর্থ জোগাড় করে আবার ফিরে আসেন।
কীভাবে জোগাড় করেন অর্থ?
ভিক্ষা করে।
শুনতে খটকা লাগলেও বিষয়টি এমনই। ইংল্যান্ডের রেলস্টেশন, রাস্তা, বাড়ি বাড়ি ঘুরে একেকজনের কাছ থেকে পাঁচ-দশ পাউন্ড করে সংগ্রহ করেছেন। সেই পাউন্ড বাংলাদেশে এসে হয়েছে টাকা, যা ভেলরী ব্যয় করেছেন গরিব মানুষের জন্যে। ব্রিটিশদের দ্বারে দ্বারে ঘুরে অর্থ জোগাড় করেছেন। বাঙালিদের দ্বারে দ্বারে ঘুরে সেবা করেছেন।
১৯৭৯ সালে প্রথম একটি প্রতিষ্ঠানের চিন্তা করেন। পর্যাপ্ত অর্থ নেই, জায়গা নেইÑ কীভাবে হবে প্রতিষ্ঠান? মানবসেবার ইচ্ছাশক্তি পুঁজি করে বেছে নিলেন সোহ্রাওয়ার্দী হাসপাতালের একটি গোডাউন। তাও আবার পরিত্যক্ত গোডাউন! এই পরিত্যক্ত গোডাউনে যে প্রতিষ্ঠানটির জন্ম, তার নাম সিআরপি। আজ সাভারে ১৪ একর জমির ওপর বিশাল সিআরপি। মিরপুরে বিশাল ভবন। কর্মক্ষেত্র সমগ্র বাংলাদেশ। যে মানুষটি এর কারিগর, তার নাম ভেলরী এ. টেইলর। বিনা পয়সায় মানবসেবা, দরিদ্র মানুষের সেবা যার লক্ষ্য এবং উদ্দেশ্য।
বিস্তারিত প্রতিবেদনটি পড়তে ভিজিট করতে পারেন নিচের লিংকটি:
Click This Link
প্রতিবেদনটির ইংরেজি সংস্করন পাওয়া যাবে নিচের লিংকে:
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৭ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




