আবার ফিরে এলাম পাচ মাস পরে, পাচ মাস এ কি কি বদলেছে জানতে চান না? আমার বাংলায় হাত এখনো আগের মতোই, ধন্যবাদ ask করার জন্য। আর সবাই কে ধন্যবাদ যারা যারা এর আগের ব্লগ এ কমেন্ট কোরেছেন, পাচ মাস পরে ফিরে আশার পর দেখে, ও মা গো! এতো গুলি কমেন্ট! মন খারাপ হলো কেন আগে লগ ইন কোরলাম না! তাহলে শময় মতো answer দেওয়া যেতো!
আর বানান এর যে situation! বানান কে দেখি "বানার" লেখে মহা আনন্দ পোস্ট কোরে দিয়েছি! আল্লাহ্ বাচিয়েছে যে বানর লেখে বসিনি, তাহলে নিজে যে একজন প্রবাসবাশি বানর তার প্রমান দিতাম!
আমার যা bore লাগছে না! বায়রে জেতে পারছি না কারন rain (বানান জানি না বাবা বাংলাটার!) হচ্ছে, বাষায় ছাতা নেই। শেষ যেই ছাতাটা ছিলো, ওটা আমিই ভাংলাম। না দেখে বসে পরেছিলাম ছাতার উপর। ছাতা ওখানেই ইন্তেকাল করলেন, আমি ওতি দুক্ষে ছাতাকে dustbin এ কবর দিয়ে দিলাম।
আসলেও, আমার মতো emotional মেয়ে আপনারা আর কোথায়ও পাবেন না!
যারা পরছেন খুব সম্ভব হাসছেন আমার বাংলা পরে। আমি জানি কেন, আমার নিজের কাছেই আমার বাংলা কেমন funny শুনা যায়। তবু আমার ভিষণ ইচ্ছা নিজের ভাষা টা ভালো ভাবে শিখব, এবং আমি জানি লেখা লিখি করলে improvement sure আসবে।
তাই please! আমার অনুরধ, বানান এবং structure এ ভুল দেখলে ইকটু বলবেন! আপনারা help না করলে আমার Rabindranath Thakur হয়ার ইচ্ছা কখনো পুরন হবে না!
আপনারা help করলেও মনে হয় না হবে!
তারপরেও!!! PLEASE???
আমি ঢং অনেক করি, না?
আচ্ছা ছবি লাগায় কিভাবে? আপলোড এর জাগা তো পেলাম না! নাকি চোখে দেখছি না?
ধুরু! কম্পিউটার একটা গাধা! কত জন এক মত হাত তুলুন!!!!
আবার দেখা হবে বন্ধুরা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



