১. তাসের প্রতিটি রাজা প্রতিনিধিত্ব করছে ইতিহাসের শ্রেষ্ঠ চার রাজাকে।
ইস্কাপন(Spades) এর জন্য রাজা - King David
চিরাতন(Clubs) এর জন্য রাজা - Alexander the Great
হরতন(Hearts) এর জন্য রাজা -Â Charlemagne
রুইতন(Diamonds) এর জন্য রাজা - Julius Caesar.
২. অধিকাংশ লিপস্টিক মাছের আঁশ দ্বারা তৈরী।
৩. সিগারেট লাইটার ম্যাচের আগে উদ্ভাবিত হয়েছিল।
৪. ঘন্টাখানেকের জন্য কানে হেডফোন ব্যাবহার করলে কানে ৭০০ বার
ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়।
৫. ইলেক্ট্রিক চেয়ার উদ্ভাবন করেন একজন দন্ত চিকিৎসক।
৬. Stewardesses সবচেয়ে বর ওয়ার্ড যা কিবোর্ড দিয়ে টাইপ করার
সময় বাম হাত দিয়ে টাইপ করা হয়।
৭. 'Assassination' and 'Bump' এই শব্দ দুটি Shakespeare
উদ্ভাবন করেন।
৮. গড়ে লোকজন নিজের মৃত্যুকে যতটুকু না ভয় পায় তারচেয়ে বেশী
একটা মাকরসাকে(Spider) ভয় পায়।
৯. শুধু হাতিই একমাত্র প্রাণী যে কখনো লাফ দিতে পারেনা।
১০. একটি প্রজাপতি স্বাদ গ্রহন করে তার পা দিয়ে।
১১. সকল মেরু ভল্লুক বাম হাতী।
১২. একটি শামুক তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে।
১৩. কুমির তার জিহবা কখনো বাইরে বের করতে পারে না।
১৪. শূকর একমাত্র প্রাণী যে আকাশের দিকে তাকাতে শারীরিক ভাবে
অক্ষম।
১৫. নিজের নিশ্বাষ বন্ধ করে কখনো নিজেকে মারা যায় না।
১৬. দেহের সবচেয়ে শক্তিশালী মাংস পেশি হচ্ছে জিহবা।
১৭. পৃথিবীতে সবচেয়ে কমন নাম হচ্ছে মোহাম্মদ।
১৮. কোকাকোলা মূলত সবুজ বর্ণের।
১৯. 'Motorized Pedaling' এর সর্টকাট নাম হচ্ছে
'MOPED'(অপ্রফুল্ল হয়া)।
২০. 'Popular Music' এর সর্ট নাম হচ্ছে POP MUSIC
২১. 'Omnibus' এর সর্ট নাম হচ্ছে 'BUS' যার অর্থ 'সবাই'।
২২. FORTNIGHT শব্দ টি এসেছে 'Fourteen Nights'
(Two Weeks) থেকে।
২৩. NEWS ওয়ার্ডটি মূলত এসেছে N(north), E(east), W(west)
এবং S(south) এই চারটি দিকের সমন্বয়ে।
২৪. TIPS শব্দটি এসেছে 'To Insure Prompt Service' থেকে।
২৫. মানুষের পক্ষে তার নিজের কনুই লেহন করা অসম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




