১)মিডিয়ামাংকিঃ
মিডিয়ামাংকি দিয়ে আপনি আপনার মিউজিক ফাইল মনের মতো করে সাজাতে পারবেন।
মিউজিক ফাইলে আপনার মতো করে তথ্য যোগ করা অথবা আইডিথ্রি(ID3 tag)এডিট করতে পারবেন। কোন ফাইলের আইডিথ্রি(ID3 tag) সঠিক না থাকলে তা অনলাইনে সার্চ দিয়েও যোগ করতে পারবেন মিউজিক ফাইলে।
ডাউনলোড লিংকঃ মিডিয়ামাংকি।
২) ইউরআনইন্সটলারঃ
ইন্সটল করা সফটওয়্যার আনইন্সটল করার জন্য এটি খুবই উপকারী একটি সফটওয়্যার। এই সফটওয়্যার এর সুবিধা হচ্ছে আপনি কোন সফটওয়্যার আনইন্সটল করলে সিস্টেম৩২ থেকে ঐ সফটওয়্যার এর registry value রিমুভ করে দেয়।এছারা আপনি স্টার্টাপ মেন্যু তে গিয়ে কম্পিউটার স্টার্ট হওয়ার সময় কোন কোন প্রোগ্রাম রান করবে তা নির্বাচন করে দিতে পারবেন।
ডিস্ক ক্লিনাপ করা যাবে, স্টার্ট মেন্যু সর্টকাট ফিক্স ,সর্ট করতে পারবেন, temp,te;mp%, prefetch থেকে অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করতে পারবেন। এছারা উইন্ডোজ এর অনেক টুল এতে রয়েছে।
এরকম আরেকটি সফটওয়্যার এর নাম হচ্ছে রিভুআনইন্সটলার।
ডাউনলোড লিংকঃ ইউরআনইন্সটলার , রিভুআনইন্সটলার ।
>>>ছবি এডিটিং-এর জন্য সফটওয়্যারঃ
৩) এসডব্লুএফ টেক্সঃ
এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ফরম্যাটের ছবিকে flash-এ রুপান্তর করতে পারবেন।এছাড়াও বিভিন্ন রকমের এফেক্ট দিতে পারবেন।
ডাউনলোড লিংকঃ এসডব্লুএফ টেক্স ।
৪) ইজি ইমেজ মোডিফায়ারঃ
ইজি ইমেজ মোডিফায়ার এই সফটওয়্যার টির মাধ্যমে যেকোনো ফরম্যাটের ছবিকে আপনার ইচ্ছেমতো আকার দিতে পারবেন।এই সফটওয়্যার টির উল্লেখযোগ্য দিক হচ্ছে ছবির রেজুল্যশন এর কোনো পরিবর্তন হয় না।
ডাউনলোড লিংকঃ ইজি ইমেজ মোডিফায়ার ।
৫) স্কোয়ার্লজি ওয়াটারঃ
সফটওয়্যার টি দ্বারা ছবিতে ওয়াটার রিফ্লেকশন ব্যভার করে gif অ্যানিমেটেড ছবি তৈরী করা যায়।
ইচ্ছে করলে ছবির রেজুল্যশন ও এডিট করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ স্কোয়ার্লজি ওয়াটার ।
৬) ড্রিমলাইট ফটো এডিটরঃ
এই সফটওয়্যার টির মাধ্যমে আপনি ছবিতে খুব সহজেই অসাধারণ সব ইফেক্ট দিতে পারবেন। এতে ১২৫টির মতো ফটো ইফেক্ট আছে।
যেসব ইফেক্ট দিতে পারবেনঃ preset filter(10effects), pencil drawing filter(10 effects), amazing filter910 effects), dream filter(10 effects), weather filter(10effects), star filter(10 effects), art filter(8 effects), gradient filter(10 effects), color filter(10 effects), texture filter(10 effects), edge filter(10 effects).
এরকম একটি সফটওয়্যার হচ্ছে এ এম এস সফটওয়্যার ফটো ইফেক্টস স্টুডিও।এতে আপনি ৫০ টির বেশী ফটো ইফেক্টস দিতে পারবেন।
ডাউনলোড লিংকঃ ড্রিমলাইট ফটো এডিটর , এ এম এস সফটওয়্যার ফটো ইফেক্টস স্টুডিও।
৭) ফেস-অফ ম্যাক্সঃ
এই সফটওয়্যার টি দিয়ে খুব সহজেই এক ছবির মাথা কেটে আরেক ছবির মাথায় জোরা লাগানো যায়। এতে টেক্সট এবং বেলুন ও যোগ করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ ফেস-অফ ম্যাক্স।
৮) ফটো শাইনঃ
ছবিকে উজ্জল ও আকষ্রনীয় করার জন্য এটি ব্যবহার করা হয়।
ডাউনলোড লিংকঃ ফটো শাইন ।
৯)অ্যাশ্যাম্পু ফটো অপটিমাইজারঃ
অ্যাশ্যাম্পু ফটো অপটিমাইজার সফটওয়্যার দিয়ে ঘোলা ছবিকে অপ্টিমাইজ করে পরিষ্কার ও উজ্জ্বল করতে পারবেন। অন্ধকারে তোলা ছবিও পরিষ্কার করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ অ্যাশ্যাম্পু ফটো অপটিমাইজার ।
১০) পাসপোর্ট ফটো স্টুডিওঃ
খুব সহজে আপনি আপনার ছবিকে পাসপোর্ট সাইজ ছবি করে প্রিন্ট করে নিতে পারেন।
ডাউনলোড লিংকঃ পাসপোর্ট ফটো স্টুডিও ।
১১) ব্ল্যাক ম্যাজিক প্রোঃ
যে কোনো পুরাতন, সাদা-কালো, নষ্ট ছবিকে খুব সহজে রঙ্গিন বা সুন্দর করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ ব্ল্যাক ম্যাজিক প্রো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




