যতই দূরে থাকো, দেখা না হোক দীর্ঘদিন।
তবু কখনো ফোন কলে বলো না 'বন্ধু, ব্যস্ত আছি'।
ধরে বলো, অন্তত জিজ্ঞেস করো কেমন আছি, কেমন কেটেছিল আমাদের দিন—কিছু স্মৃতি তাজা করে দিও। স্বার্থকে ঠেলে দিয়ে পরার্থপর হয়ো বন্ধুর জন্য, ক্ষানিক সময় দিয়ে অথবা চা চুমুকের কৌশলে।
যেভাবে পার তুমি একটু সময় রেখ, শুধু রেখ না ব্যস্ততার ঋণ।
আমি জানি মস্ত বড় তুমি, পৌঁছে গেছ উচ্চতায়; তা বলে বন্ধু ভুলে গেলে বুঝি কাঁধে হাত রাখা এতগুলো দিন শুধু একটু ব্যস্ততায়?