কোথাও ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা,
দখলদারিত্বের জোর তোড়ে বাড়ির জায়গা থেকে একটি দেশ।
কোথাও বাংলাদেশে রাজনৈতিক দাঙ্গা সেই কবে থেকে, ট্রেন দূর্ঘটনা, অগ্নিকাণ্ড ও হত্যা, অনিয়মের জঞ্জালে পিষ্ট মানুষ, আর্থিক মন্দা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আরও একটি দখলদারিত্ব।
সুযোগে পকেট চুষে নিয়ে যায় রিকশাওয়ালাও; সরকারের একা দায়ও জুলুম তবে।
আমি জানিনা কেউ ব্যক্তি, দেশ, আন্তর্জাতিক দুঃখের চাপ সয় কিভাবে।
কিভাবে দুনিয়ার মুক্তি পাওয়া যায় সহজে।
জানে কি শিশুটি যে জন্মে ফিলিস্তিনি,
অথবা মুজাহিদ যিনি?
জানে, নিশ্চিত জানে।
জান্নাতের গুলবাগ থেকে খবর এলে
জানবে সবে হোক বাঙালী কিবা ফিলিস্তিনি!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩২