নিউইয়র্কে ডিম হামলা চালিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় ফিরে আসতে পারবে না। ১৯৭৫ সালে আওয়ামীলীগের পতনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। ফলে সেই সময়ের পরে ধীরে ধীরে আওয়ামীলীগের প্রতি মানুষের একটা সহানুভূতি তৈরি হয়েছিল। কিন্তু ২০২৪ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ম্যাডাম মানুষ খুন করে, গুম করে, নির্যাতন করে, ভয়ংকর রকমের দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই তারা সহানুভূতি পাওয়ার মত অবস্থায় নাই।
এই অবস্থায় শেখ হাসিনা ম্যাডামের উচিত হবে হুমকি ধামকি না দিয়ে নিজেদের দোষ স্বীকার করে নেয়া, দল থেকে শয়তানগুলিকে বাদ দেয়া, আপাতত কিছু দিন রাজনৈতিক কর্মকাণ্ডে বিরতি দেয়া। নতুন সরকার আসার পরে পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করা। মানুষের সহানুভূতি অর্জনের জন্য তাদেরকে বলতে হবে যে, অতীতে তারা কিছু বদ লোকের প্ররোচনায় ভুল করেছে। এই ভুল আর হবে না। নতুন যে দল ক্ষমতায় আসবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করতে হবে তাদের। টাকা পয়সা দিয়ে, ভালো ব্যবহার করে সরকারী দলের কাছে নিজেদের ইমেজ বৃদ্ধির চেষ্টা করতে হবে। সরকারী দলের সাহায্য নিয়ে দলের নেতাদের বিরুদ্ধে করা মামলাগুলিকে যে কোন ভাবে বাতিল করার ব্যবস্থা করতে হবে। এছাড়া বুদ্ধি খাটিয়ে সরকারী দলকে রাজনৈতিকভাবে বিপদে ফেলতে হবে যেন মানুষ বলা শুরু করে যে আগেই তো ভালো ছিলাম। শেখ হাসিনা ম্যাডামই ভালো ছিল।
শেখ হাসিনা ম্যাডাম এখনও শারীরিক এবং মানসিকভাবে শক্ত আছেন। একমাত্র উনিই পারতে পারেন দলকে পুনর্গঠিত করতে। এই অবস্থায় ফাউল খেলা খেললে চলবে না। ফাউল খেলা মানে হুমকি, ধামকি, ষড়যন্ত্র, ভারতের কুবুদ্ধি নেয়া, 'র' এর বুদ্ধি নেয়া, ডিম ছুড়ে মারা, চোরাগোপ্তা হামলা করা ইত্যাদি। শেখ হাসিনা ম্যাডামকে বলতে হবে যে ওনাকে এতো বছর পর্যন্ত ভুল বোঝানো হয়েছিল। ফলে দলের কিছু খারাপ লোক বাড়াবাড়ি করেছে। উনি তো ভালো অভিনয় করতে পারেন। হুঙ্কার না দিয়ে একটু কান্নার অভিনয় করলে অনেক জনসাধারণের মন গলে যেতে পারে। বাঙ্গালী জাতি একটু আবেগি ধরণের তা তো আমরা সবাই ই জানি। এছাড়া বিএনপির মধ্যে আওয়ামীলীগ কর্মীরা জামাতের মত গোপনে ঢুকে যেতে পারলে বিএনপির গাধাগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হতে পারে। সর্বোপরি বলতে চাচ্ছি যে, এখন মাথা গরম করলে চলবে না। ডিম ছুড়ে ক্ষমতা ফিরিয়ে আনা যাবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




