
ইতিহাসে "৭১" এর পর এত স্বল্প সময়ে এত প্রাণহানি হয়নি। সম্ভবত আধুনিক বিশ্ব এত প্রাণহানি, এত বর্বরতা, স্বজাতির মধ্যে এর আগে দেখেনি। সমগ্র বিশ্বে বর্বরতার দৃষ্টান্ত হলো বাংলাদেশ!

এই নিষ্পাপ শিশুটির কী দোষ ছিল! বহুতল ভবনের ছাদে গুলি পৌঁছাল কিভাবে? দেশের মানুষ গুলো ধীরে ধীরে নির্মম মুখোশধারী পশুতে পরিণীত হচ্ছে।

ঘরের ভেতরেও মানুষ নিরাপদ নয়। নিষ্পাপ শিশুগুলো বিধাতার কাছে যখন ঠোঁট ফুঁলিয়ে নালিশ করবে, হয়তো তখন পাপের ঘড়া পূর্ণ হবে!
ওদের গুলি চালাতে হাত কাপেনি?



দেশের প্রতিটি নাগরিক এই হত্যাকাণ্ড দেখেছে, নিজদের ভালবাসার মানুষ হারিয়েছে। দেশের মানুষ সহনশীল হতে পারে, কিন্তু ভীরু কাপুরুষ না। দেশটা নরক জ্বালায় ভুগছে, দেশের মানুষ ডুকরে কাঁদছে, মুক্তি চাঁয় তাঁরা। দেশের মানুষ এই হত্যাকাণ্ড কখনোই ভুলবে না!
খবরের লিঙ্ক: ১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



