আমার চলার পথ আর বাড়ে না
ঘুরে ঘুরে একই পথে বারে বারে
ফিরে আসি, এ যেন সেই সিসিফাসীয় নিয়তি
যাকে আমি পারি না এড়াতে ।
জীবনের প্রয়োজনে দেখি, দেখতেই থাকি
পরিবর্তিত হওয়াই জীবের বৈশিষ্ট্য
আমার পরিবর্তন হয় না তেমন পরিবর্ধন ছাড়া
এখনো বেভকো বাসে আমি তোমাকেই খুঁজি
মেট্রোশপিং মলের সামনে এখনো বসি
তুমি আসো না ; তোমার পথ পড়ে থাকে
আমি ধুলো হয়ে মিশে থাকি ।
সময়ের পরিবর্তনে মিথ্যে হয়ে গ্যাছে সবকিছু
কংক্রিট শহরের কাছে হেরে গেলে তুমি!
হয়ে গেলে নাগরিক প্রেমিকা
তোমার হাত হয়তো খুঁজে নিছে নতুন হাত
তোমার মাথা খুঁজে পেয়েছে নতুন কাঁধ
আর আমি এই সবুজের ভীড়ে এখনো
খুঁজি তোমায়;
আমার হাতে- শুধু তোমারই স্পর্শ
আজো মেখে আছে ।
নাঈম-৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





