পড়ে আছি একই স্টেশনে
পরিবর্তনের ধারা দেখি খুব
আমাকে নাড়া দেয়
তোমার কপালের ঐ ছোট্ট কালো টিপ,
আমার ভালোবাসা ;- আমার দীর্ঘশ্বাস ।
মাঝে মাঝে ভাবি
সবপথ গতিরোধ কোরে চলে যাবো
তোমার প্রান্তে, তোমার নিকটে
তোমার কোলে মাথা রেখে
পূর্ণিমা দেখবো আশ্বিনের এক শেষ রাতে !
সুখ নামক পাখি উড়ে যায়
আমার চোখের উপর দিয়ে,
প্রার্থনা তোমার কাছে
একবার আসো আমার আঙিনায়
সুখী করো আমায় ।
আমার আবদার আমার চিৎকার
কোথাও কোনো প্রভাব ফেলে না
আমি ভাবি, ভাবনাগুলোয় শ্যাওলা পড়ে গ্যাছে
কেউ আর অপেক্ষা করে নাই
এই ক্ষুদ্র প্রাণের আশায় ।
পড়ে আছি সেই স্টেশনে
পরিবর্তনের ধারা দেখি খুব ।
নাঈম মাহমুদ
২১.১০.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





