জীবনের আলো জ্বালাতে চেয়েছিলে তুমি
ঠিক জ্বালাতে নয়, বোঝাতে
আমিও ঠিকঠাক বাধ্যগত ছাত্রের
মতো বুঝে ফেলেছি-
তুমি-ই আমার আলোর উৎস ।
নশ্বর পৃথিবী, ক্ষনস্থায়ী সবকিছু
ধরে রাখা যায় না কিছুই
যেভাবে তুমি চলে যাও
তোমার অনুপস্থিতিতে রক্ত বের হয়
চোখ থেকে, মুখ থেকে...
জেনেছি ক্ষরণেই মুলতঃ সুখ ।
অর্জন বলতে তেমন কিছুই নেই
এই টুকটাক দিনঘুম, রাতজাগা,
কুয়াশায় ভেজা- সবাই করে ।
আমার ইবাদতে শুধু তুমি
জাবর কাটি সারাবেলা- নীরা,
প্রার্থনা কেবল তোমারই জন্য
তোমাকে দেখে আজ ঈশ্বরও ঈর্ষান্বিত ।
নাঈম মাহমুদ
১২/১১/’১০
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





