আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। সবাই ডাক্তার, পরামর্শদাতা, শিল্পী.... আরো অনেক কিছু।
ব্যক্তিগতভাবে, আমার নিজের ইচ্ছা ছিলো গান শেখার, কিন্তু পড়ালেখা ও কাজের জন্য তা আর হয়ে ওঠেনি। তবে, আমার বড় বোনের ছোট মেয়েটাকে গান শেখানোর চেষ্টা আছে।
তারপরও এতোদিন পর বুঝলাম, আমাদের দেশে বিনা পয়সায় গান শেখার অবারিত সুযোগ পড়ে আছে।
তাহলে পেচাল না পেড়ে বলি- আমাদের জাতীয় দিবসগুলোতে যে হারে গান চর্চা করা হয়, তাতে ইন্সটিটিউটগুলো হার মানবে বলে আমার মনে হয়। প্রতিটি দিবসেই রাতভর/দিনভর গানের চর্চা! আজ সকালে উঠতেই বুঝতে পারলাম, না শিখতে চাইলেও ওনারা শিখিয়েই ছাড়বেন।
তাই এখন আর বলতে চাই না যে, এসব থেকে কবে মুক্তি পাব। বলতে ইচ্ছা করে, এভাবেই দেশ্বাত্ববোধক গান শিখে ছাড়বো ইনশল্লাহ!
জয় দেশ্বাত্ববোধক গান!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



